বিশাখাপত্তনমে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৪০টি মাছ ধরার নৌকো, প্রচুর ক্ষয়ক্ষতি

বিশাখাপত্তনমে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৪০টি মাছ ধরার নৌকো, প্রচুর ক্ষয়ক্ষতি
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ ধ্বংসাত্মক অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল ৪০টি মাছ ধরার নৌকো। অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমে (Bishakhapatnam)একটি বন্দরে ঘটনাটি ঘটে। আনুমানিক ৩০ কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে বলে দাবি মৎসজীবীদের।
পুলিশ সূত্রে খবর, গতকাল বিশাখাপত্তনম বন্দরে আগুন লাগে। নৌকোয় থাকা জ্বালানি ট্যাংক ও সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, নোঙর করানো একটি নৌকায় পার্টি চলছিল। সেখানেই প্রথম আগুন (Fire)লেগে যায় বলে অনুমান। মুহূর্তের মধ্যে সেই আগুন পাশের নৌকোগুলিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। যদিও অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর নেই। অন্যদিকে মৎসজীবীদের অনুমান, অপরাধমূলক উদ্দেশ্য নিয়ে কেউ নৌকোগুলিতে আগুন ধরিয়ে দিয়েছে। নাহলে এতটা ক্ষয়ক্ষতি হত না। পুলিশ মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।


