তামিলনাড়ু থেকে উদ্ধার বাংলার ৩৭ জন বন্ডেড লেবার! ফেরানো হল বাড়িতে

তামিলনাড়ু থেকে উদ্ধার বাংলার ৩৭ জন বন্ডেড লেবার! ফেরানো হল বাড়িতে
21 Sep 2023, 07:25 PM

তামিলনাড়ু থেকে উদ্ধার বাংলার ৩৭ জন বন্ডেড লেবার! ফেরানো হল বাড়িতে

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: পশ্চিমবঙ্গের ৩৭ জন বন্ডেড শ্রমিককে উদ্ধার করল তামিলনাড়ু পুলিশ। ইতিমধ্যেই তাঁদের আনা হয়েছে এই রাজ্যে। বৃহস্পতিবার খড়্গপুরে স্টেশনে তাঁদের হস্তান্তর করা হয়। যেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের আধিকারিক এবং শ্রম দফতরের আধিকারিকরা।

প্রশাসন তাঁদের নিজেদের কাছে নেওয়ার পর প্রত্যেককেই বাড়ি পৌঁছে দিয়েছে। তবে তার আগে কাউন্সেলিংও করানো হয়। এখনকার সময়ে যে বন্ডেড লেবার প্রথা বিলুপ্ত তা বোঝানো হয়। শুধু তাই নয়, তাঁদের খাবার দেওয়া থেকে মেডিক্যাল চেকআপও করানো হয়। বোঝানো হয়, বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন প্রকল্পও এনেছে। তার মধ্যে নানা সুবিধেও মিলবে। প্রশাসন জানিয়েছে, উদ্ধার হওয়া এই ব্যক্তিদের পাশে থাকবে সরকার। সব ধরণের সরকারি সহযোগিতাও প্রদান করা হবে।

Mailing List