খড়দহে কড়কড়ে নোট, অধ্যাপকের ফ্ল্যাট থেকে মিলল ৩২ লক্ষ টাকা

খড়দহে কড়কড়ে নোট, অধ্যাপকের ফ্ল্যাট থেকে মিলল ৩২ লক্ষ টাকা
আনফোল্ড বাংলা প্রতিবেদন: রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ফ্ল্যাট থেকে পাওয়া গিয়েছিল বিপুল নগদ টাকা। সেই শুরু। তারপর বেলঘরিয়া, গার্ডেনরিচ, মালদহ হয়ে এবার উত্তর ২৪ পরগনার খড়দহ। শুক্রবার খড়দহের নাথুপাল ঘাট রোডে এক অধ্যাপকের ফ্ল্যাট থেকে উদ্ধার হল বিপুল অঙ্কের নগদ। বাজেয়াপ্ত টাকার পরিমান প্রায় ৩২ লক্ষ টাকা। যৌথ ভাবে অভিযান চালিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও খড়দহ থানার পুলিশ এই নগদ উদ্ধার করে।
বৃহস্পতিবার রাতে শুরু হয় এই তল্লাশি অভিযান। গোপন সূত্রে খবর পেয়ে খড়দহে নাথুপাল ঘাট রোডের শিরোমণি আবাসনের একতলায় অধ্যাপক অমিতাভ দাসের ফ্ল্যাটে হানা দেয় পুলিশ। তাঁর স্ত্রী বর্ণালী সাধুখাঁ এবং এক সন্তান নিয়ে গত আড়াই বছর ধরে ওই ফ্ল্যাটে আছেন অমিতাভ দাস। ওই ফ্ল্যাট থেকেই নগদে মোট ৩২ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়। সবটাই ২ হাজার টাকা নোটে ছিল ৩২ লক্ষ টাকা। তবে ঠিক কী কারণে পুলিশ ওই ফ্ল্যাটেই তল্লাশি চালায় তা এখনও স্পষ্ট নয়। কারণ, পুলিশের তরফে এই নিয়ে এখনও কিছু জানান হয়নি।
ওই অধ্যাপক কোনও দুর্নীতিতে যুক্ত ছিলেন কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। যদিও অধ্যাপকের প্রতিবেশীদের দাবি, এতদিন তাঁরা কেউ কখনও সন্দেহজনক কিছু দেখেননি। তবে ওই অধ্যাপক ওই টাকার উৎস নিয়ে কোনও সদুত্তর দিতে পারেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ওই বিপুল অঙ্কের টাকা বাজেয়াপ্ত করলেও ওই অধ্যাপককে গ্রেফতার করেনি। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে খড়দহের নাথুপাল ঘাট রোড সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে।


