কৃষিভিত্তিক শিল্পে ২৩০০ কোটি টাকা বিনিয়োগ, কী হবে তা দিয়ে?

কৃষিভিত্তিক শিল্পে ২৩০০ কোটি টাকা বিনিয়োগ, কী হবে তা দিয়ে?
আনফোল্ড বাংলা প্রতিবেদন: রাজ্য সরকার চলতি অর্থবর্ষে কৃষি ভিত্তিক শিল্পে অন্তত ২৩০০ কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যমাত্রা নিয়েছে। বিগত অর্থবর্ষ থেকে চালু হওয়া কৃষি পরিকাঠামো উন্নয়ন তহবিল থেকে এই টাকা বরাদ্দ করা হবে বলে কৃষি দফতর সূত্রে জানা গেছে। গত আর্থিক বছরে বছর কৃষি পরিকাঠামো উন্নয়ন খাতে ওই তহবিল থেকে ১ হাজার ৬০০ কোটি টাকা খরচ হয়েছে। চলতি অর্থ বছরে কমপক্ষে আরও ৭০০ কোটি টাকা বরাদ্দ করে অন্তত ১ হাজার ৫০০ জন কৃষি শিল্পদ্যোক্তা কে সহায়তা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত অর্থবর্ষে এই প্রকল্পের মাধ্যমে অর্থ বরাদ্দ করা হয়েছিল হয়েছিল ১ হাজার ২৬২ জন কৃষি শিল্পদ্যোক্তাকে।
উল্লেখ্য, কৃষি উন্নয়ন তহবিলের অধীনে রাজ্য সরকার কৃষি শিল্পদ্যোক্তাদের একেবারে সহজ শর্তে ব্যাঙ্ক থেকে ঋণ পেতে সাহায্য করে। সেই কাজে গতি আনতে রাজ্যের কৃষি সচিব ওঙ্কার সিং মিনা সহ পদস্থ কর্তারা সম্প্রতি স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির সঙ্গে বৈঠক করেছেন। তারপরেই কোন জেলায় কোন কোন ব্যাঙ্কের সাহায্য কত টাকার কৃষি পরিকাঠামো উন্নয়নে ঋণ বরাদ্দ হবে, তা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবিষয় প্রতিটি জেলায় নিযুক্ত কৃষি দফতরের আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে এসম্পর্কে প্রয়োজনীয় নির্দেশ দেন। বৈঠকে মন্ত্রী জেলার আধিকারিকদের প্রয়োজনে আবেদনকারীদের সঙ্গে ব্যাঙ্কে যাওয়ারও নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। অনেক ক্ষেত্রেই আবেদনকারীদের ব্যাঙ্কে নথি পত্র সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হয় । এর ফলে তেলকল, হিমঘর, গুদামঘর তৈরির মতো কৃষি পরিকাঠামো উন্নয়নের কাজ বাধা প্রাপ্ত হয়। এই সমস্যার নিরসনে সক্রিয় ভূমিকা নেওয়া হয়েছে রাজ্য জুড়ে চলা শিল্পের সমাধানে কর্মসূচিতে। কৃষিভিত্তিক শিল্পের সঙ্গে যুক্ত সমস্ত শিল্পপতিদের সহায়তা করতে সেখানে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর।


