নারায়নগড়ের তুতরাঙাতে রক্তদান শিবিরে রক্তদান করলেন ২০০ জন

নারায়নগড়ের তুতরাঙাতে রক্তদান শিবিরে রক্তদান করলেন ২০০ জন
25 Sep 2023, 10:31 AM

নারায়নগড়ের তুতরাঙাতে রক্তদান শিবিরে রক্তদান করলেন ২০০ জন

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর: রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের তুতরাঙা উদীয়মান তরুণ সংঘ ও সুকান্ত স্মৃতি সাধারণ গ্রন্থাগারের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরের উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সমাজসেবী গোপাল সাহা, জগদীশ মাইতি, প্রতিমা রানা ,অসীম ধর সহ আরো অনেকে। রক্তদান শিবিরে উপস্থিত হয়ে মোট ২০০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান শিবিরে উপস্থিত সকলেই গোলাপ ফুল দিয়ে রক্তদাতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং আগামী দিনে সকল কে রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। রক্তদান শিবিরের উদ্বোধন করে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি বলেন রক্তদান মহৎ দান, রক্তদানের বিকল্প অন্য কিছুই হতে পারে না। তাই তুত রাঙা উদীয়মান তরুণ সংঘ ও সুকান্ত স্মৃতি সাধারণ গ্রন্থাগার বৃহৎ রক্তদান শিবিরের আয়োজন করার জন্য ওই সংগঠনকে তিনি ধন্যবাদ জানান। সেই সঙ্গে রক্তদান শিবিরের মাধ্যমে সমাজ সেবামূলক কাজে সবাইকে তিনি এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

Mailing List