দুবাইগামী বিমানে পাখির ধাক্কা, রক্ষা পেলেন ১৬০ জন যাত্রী

দুবাইগামী বিমানে পাখির ধাক্কা, রক্ষা পেলেন ১৬০ জন যাত্রী
আনফোল্ড বাংলা প্রতিবেদন: দুবাইগামী (Dubai) বিমানের (Flight) সঙ্গে পাখির ধাক্কা। বিমানের ভিতর তখন ১৬০ জন যাত্রী। তবে এড়ানো গিয়েছে বড়সড় দুর্ঘটনা। যাত্রীরা সবাই নিরাপদে আছেন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ম্যাঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে। জানা গিয়েছে, উড়ানের জন্য সবে রানওয়েতে ঢুকতে শুরু করেছিল বিমান। আচমকাই সজোরে পাখির সঙ্গে ধাক্কা লাগল বিমানের একটি ডানার। ফলে আর আকাশে ওড়া হল না দুবাইগামী ইন্ডিগোর বিমানটির। ঘটনার সঙ্গে সঙ্গে ঝুঁকি এড়াতে রানওয়ে থেকে বিমানটিকে নিয়ে যাওয়া হয় পার্কিং লটে। ঘটনার জেরে বিমানের যাত্রীদের মধ্যে তুমুল চাঞ্চল্য ছড়ায়। ঘটনার প্রায় ৩ ঘণ্টা পর যাত্রীদের নামিয়ে ইন্ডিগোর অন্য বিমান ওই যাত্রীদের নিয়েই দুবাই উড়ে যায়।
বিমানবন্দর (Airport) সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৮টা ২৫ মিনিট নাগাদ ম্যাঙ্গালুরু বিমানবন্দরে ইন্ডিগোর ৬ই ১৪৬৭ উড়ানের সঙ্গে পাখির ধাক্কা লাগে। ১৬০ যাত্রী নিয়ে বিমানটি দুবাই রওনা দেওয়ার জন্য সবে রানওয়েতে ঢুকছিল। সেই সময়ই উড়ানের ডানদিকের ডানায় পাখির ধাক্কা লাগে। পাখির ধাক্কায় বিমানের ডানার ঠিক কতটা ক্ষতি হয়েছে, তা স্পষ্ট নয়। তাই ঝুঁকি এড়াতে পাইলট সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসিতে (ATC) যোগাযোগ করেন। এবং বিমানটিকে পার্কিং ল্টে ফিরিয়ে আনা হয়। ঘটনার জেরে যাত্রীরা প্রায় ৩ ঘন্টা বিমানবন্দরে আটকে থাকেন। তারপর ১১টা ৫ মিনিট নাগাদ ইন্ডিগোর অন্য একটি উড়ান ওই যাত্রীদের নিয়ে দুবাই রওনা দেয়। বড় কোনও দুর্ঘটনা না ঘটায় হাঁফ ছেড়ে বেঁচেছেন ম্যাঙ্গালোর এয়ারপোর্ট কর্তারা।


