মেছঘেরীর দখল নিয়ে উত্তাল হাসনাবাদ, তৃণমূলের মেম্বার-শিশু-মহিলা সহ জখম ১৫

মেছঘেরীর দখল নিয়ে উত্তাল হাসনাবাদ, তৃণমূলের মেম্বার-শিশু-মহিলা সহ জখম ১৫
10 Oct 2022, 07:24 PM

মেছঘেরীর দখল নিয়ে উত্তাল হাসনাবাদ, তৃণমূলের মেম্বার-শিশু-মহিলা সহ জখম ১৫

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন, হাসনাবাদঃ মেছোঘেরীর দখলকে কেন্দ্র করে উত্তাল হল হাসনাবাদ। তৃণমূলের মেম্বার শিশু মহিলা সহ জখম প্রায় ১৫ জন। হাসপাতালে চিকিৎসাধীন ১০ জন। সশস্ত্র হামলা, বোমাবাজি, মারধরে এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়। ঘটনার জেরে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মী সর্দারের পরিবারের পঁচিশ শতক মেছো ঘেরি রয়েছে। সেখানে বিভিন্ন ধরনের মাছ চাষ হয়। সোমবার সকাল ১০ টা নাগাদ আচমকা দুষ্কৃতীরা লক্ষ্মী সর্দারকে বেধড়ক মারধর শুরু করে বলে অভিযোগ। তারপর মেছোঘেরি লুট করার চেষ্টা করে। এই খবর জানাজানি হতে, ঘটনাস্থলে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার আবু খয়ের মন্ডল নেতৃত্বে তৃণমূল কর্মী সমর্থকরা গেলে তাদের লোহার রড বাঁশ দিয়ে বেধড়ক মারধর শুরু করে। তাদের মধ্যে ১৫ জন আহত হন। দশজনের অবস্থা গুরুতর। তাঁদের টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূলের মেম্বার আবু খায়ের মণ্ডল আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বসিরহাট জেলা হাসপাতাল, তারপর কলকাতা আরজি করে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বসিরহাট জেলার হাসনাবাদ থানার হাসনাবাদ ব্লকের মাখাল গাছা গ্রাম পঞ্চায়েতের জাম বেরিয়ায়। ঘঠনার পর অবশ্য বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল।

 

বিজেপি নেতা পলাশ সরকার তিনি বলেন, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের। এই ঘটনার পর ঐ এলাকায় বিশাল পুলিশ বাহিনী রয়েছে। এই সংঘর্ষে গ্রামের শিশু মহিলারাও বাদ যায়নি। তাদেরকেও মারধর করা হয়েছে। তৃণমূল পরিকল্পিত ভাবে তাদের গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপির উপর চাপাচ্ছে।

 

আক্রান্ত তৃণমূল কর্মী লক্ষ্মী সরদার বলেন, ২৫ শতক জমি আমরা কিনে নিয়েছি। এটা রায়ত সম্পত্তি। দীর্ঘ কয়েক বছর ধরে আমরা এই জমিতে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে জীবন জীবিকা নির্বাহ করছি। আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষ। কেন আমাদের উপর আচমকা দুষ্কৃতীরা সশস্ত্র হামলা চালিয়ে মেছো ঘেরির মাছ লুট করবে? এমনকি ঘেরি দখল করে নেওয়ার চেষ্টা করছিল। এই ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে পুলিশ তাদের গ্রেফতার করুক। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় আগেও বেশ কয়েকবার গ্রামের সালিশি সভা বসে, তার কোন সমাধান সূত্র বের হয়নি।

Mailing List