বাসের ভেতরেই মৃত্যু ১৪ জনের! বাংলাদেশের বাস দুর্ঘটনায় নয়া তথ্য

বাসের ভেতরেই মৃত্যু ১৪ জনের! বাংলাদেশের বাস দুর্ঘটনায় নয়া তথ্য
19 Mar 2023, 03:20 PM

বাসের ভেতরেই মৃত্যু ১৪ জনের! বাংলাদেশের বাস দুর্ঘটনায় নয়া তথ্য

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: বাসের ভেতরেই মৃত্যু ১৪ জনের! কিভাবে ঘটলো এত বড় দুর্ঘটনা। তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

রবিবার বাংলাদেশে এক ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে। তাতে সব মিলিয়ে ১৯ জনের মৃত্যু হয়। ২৫ জন জখম হন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে বাসের ভেতরেই ১৪ জনের মৃত্যু হয়েছিল। উদ্ধার করতে গিয়ে তেমন তথ্যই মিলেছে। তা থেকে প্রশ্ন উঠেছে, তাহলে কী বাসে যাত্রী ছিল বেশি। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, বাসে আসন ছিল ৫৪টি। কিন্তু যাচ্রী ছিল প্রায় ৬০ জন। তাই দুর্ঘটনার পর ঠাসাঠাসিতে কেউ বাইরে বেরোতে পারেনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোরে খুলনা থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। যাওয়ার সময় মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় বাসের চালক নিয়ন্ত্রণ হারান। তারপরই পদ্মা সেতুর আগে মহাসড়কের রেলিং ভেঙে পাল্টি খেয়ে খাদে পড়ে যায়। তাতেই বাসটি দুমড়েমুচড়ে যায়। তবে বাসে কতজন যাত্রী ছিল তা সঠিক জানা যায়নি। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

Mailing List