বন্যা নিয়ন্ত্রণে রাজ্যে ১১ প্রকল্প, বিধানসভায় দাবি মন্ত্রীর

30 Nov 2022, 12:20 AM
বন্যা নিয়ন্ত্রণে রাজ্যে ১১ প্রকল্প, বিধানসভায় দাবি মন্ত্রীর
আনফোল্ড বাংলা প্রতিবেদন: হাওড়া এবং হুগলি জেলার বন্যা নিয়ন্ত্রণে রাজ্য সরকার ১১টি প্যাকেজ বরাদ্দ করেছে।আজ রাজ্য বিধানসভায় বিধায়ক সুকান্ত পালের এক প্রশ্নের উত্তরে সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিক এ কথা জানিয়েছেন। তিনি বলেন এই প্রকল্পের জন্য ১৪৭ কোটি ৭৬ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যে প্রকল্পের ৪০ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি কাজ ২০২৫ সালের মধ্যে শেষ হবে বলে তিনি জানান।


