বিয়েবাড়িতে মৌমাছির হামলায় বর সহ জখম ১০

বিয়েবাড়িতে মৌমাছির হামলায় বর সহ জখম ১০
প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান
কোনও দুস্কৃতী নয়। বিয়ে বাড়িতে হামলা চালিয়ে বর সহ ১০ জখম করল মৌমাছির দল। এমনই ঘটনায় শুক্রবার ব্যাপক আতঙ্ক চড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানের ভাতারের আলিনগর গ্রামের একটি বিয়ে বাড়িতে। মৌমাছি দংশনে আহত সবাইকে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করাণো হয়।
ভাতারের আলিনগর গ্রামের বাসিন্দা আমানুল্লা শেখ। একই দিনে যুবক আমানুল্লা ও তাঁর বোন আমিনা খাতুনের বিয়ের দিন নির্দিষ্ট করেছিল পরিবারের লোকজন। এদিন ছিল আমিনার লগনের অনুষ্ঠান। সেই অনুষ্ঠান উপলক্ষে বিয়ে বাড়িতে হাজির ছিলেন বহু অতিথি। বিয়ে বাড়ির পাশেই প্যান্ডেল বাঁধা হয়েছে। সেই প্যান্ডেলের কাছের একটি গাছে ছিল মৌচাক। পরিবার সদস্যদ্যদের কথায় জানা গিয়েছে, এদিন বেলায় কেউ মৌমাছির চাকটিতে ঢিল মারে। তার পরেই মৌমাছির দল চাক থেকে বেরিয়ে বিয়ে বাড়িতে ঢুকে পড়ে বিয়ে বাড়িতে উপস্থিত থাকা লোকজনকে ঘিরে ধরে। যাকে কাছে পায় মৌমাছির দল তাকেই দংশন করতে শুরু করে। মৌমাছির দংশন থেকে বাঁচতে খাবারের প্যান্ডেলে থাকা লোকজন খাবার ফেলে ছুট লাগানো শুরু করে দেয়। কয়েকজন পালাতে সক্ষম হলেও বর আমানুল্লা সহ বিয়ে বাড়ির ১০ জন মৌমাছির দংশনে জখম হন।
বিয়েবাড়িতে নিমন্ত্রিত অতিথি শেখ কাসেম জানান, ‘বিয়েবাড়ির পাশেই একটি গাছে মৌচাক ছিল। কোনও বাচ্চা ছেলে হয়তো ওই চাকে ঢিল ছুড়ে দিয়েছিল। তার জেরেই হঠাৎ ঝাঁকে ঝাঁকে মৌমাছি বিয়েবাড়ি ঘিরে ধরে হামলা চালায়। যাকে কাছে পায় তাকেই দংশন করে মৌমাছির দল।

