সাত সকালে উত্তর ২৪ পরগনার বনগাঁয় বোমা বিস্ফোরণে এখনও পর্যন্ত মৃত ১, আহত ৩

সাত সকালে উত্তর ২৪ পরগনার বনগাঁয় বোমা বিস্ফোরণে এখনও পর্যন্ত মৃত ১, আহত ৩
আনফোল্ড বাংলা প্রতিবেদন: সোমবার সকালে উত্তর ২৪ পরগনার বনগাঁয় বোমা বিস্ফোরণে মৃত্যু হল এক কিশোরের। ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন বলেই জানা গিয়েছে। বহতরা সবাই নাবালক। ঘটনাকে কেন্দ্র করে বনগাঁর সুভাষ পল্লি এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুভাষপল্লি এলাকায় ভাড়া থাকত কিশোরের পরিবার। এলাকারই একটি শৌচাগারে সকালে প্রাতঃকৃত্য করতে যায় ওই কিশোর। প্রতিবেশীরা জানাচ্ছেন, আচমকাই একটি বিকট শব্দ শুনতে পান তাঁরা। প্রথমে তাঁরা ভেবেছিলেন টায়ার ফেটেছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাঁরা গোঙানির শব্দ শুনতে পান। ছুটে গিয়ে দেখেন, ঝোপঝাড়ে ঘেরা একটি পরিত্যক্ত শৌচাগারের সামনে পড়ে রয়েছে রক্তাক্ত ওই কিশোর। তার চোখেমুখে বিশাল ক্ষত তৈরি হয়। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রতিবেশীরা বলছেন, প্রথমে প্রচণ্ড শব্দ হয়। গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। কেউ বুঝতেও পারেনি। অনেকে মনে করেছিল গাড়ির টায়ার ফাঁটার শব্দ। কিন্তু তারপরই বোঝা যায় বোমা ফেঁটেছে।বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল, শৌচাগার থেকে বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে ওই কিশোর। ঘটনায় আরও তিনজন সামান্য আহত হয়েছেন।


