২ কোটি ৭৮ লক্ষ টাকার সোনার বিস্কুট সহ ধৃত ১

19 Mar 2023, 09:00 PM

২ কোটি ৭৮ লক্ষ টাকার সোনার বিস্কুট সহ ধৃত ১

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতায় ভেস্তে গেল বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের ছক। তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি ৭৮ লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার করলেন জওয়ানরা। ঘটনার একজনকে গ্রেফতার করা হয়েছে। এই পাচারের নেপথ্যে আরও কারা রয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে।

জানা গিয়েছে, কর্তব্যরত সেনা জওয়ানরা এদিন গোপন সূত্রে খবর পান পেট্রাপোল সীমান্ত দিয়ে পাচারের জন্য বিপুল পরিমান সোনা আনা হচ্ছে। খবর পেয়েই উচ্চপদস্থ কর্তাদের নির্দেশে অপারেশনের জন্য একটি দল গঠন করা হয়। কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ সীমান্ত পেরিয়ে প্রবেশ করে একটি ট্রাক।  ট্রাকটিকে দাঁড় করিয়ে তল্লাশি শুরু করেন জওয়ানরা। প্রথমে দেখা যায় ট্রাকটিতে ভর্তি রয়েছে মাছ। কিন্তু মাছের আড়ালে লুকানো ছিল সোনার বিস্কুট। তল্লাশি করতেও বেরিয়ে পড়ে সেই বিপুল টাকার চোরাই সোনা। উদ্ধার হয়েছে মোট ৪০ টি সোনার বিস্কুট। বিস্কুটগুলির ওজন ৪,৬৬৭ গ্রাম। উদ্ধার হওয়া সোনার দর ২ কোটি ৭৮ লক্ষ ৫৭ হাজার ৫৬১ টাকা। ট্রাকচালককে আটক করে জিজ্ঞাসাবাদে শুরু হয়। জেরায় ট্রাক চালক জানায়, সে ১৫ বছর ধরে ওই রুটে ট্রাক চালাচ্ছে। ট্রাকের মালিক বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা সফিকুল ইসলাম। কিন্তু সোনা নিয়ে তিনি কিছু বলতে পারছেন না। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Mailing List