মণিপুরে জঙ্গিদের অতর্কিতে আক্রমণে শহিদ ১ বিএসএফ জওয়ান, জখম ৩

মণিপুরে জঙ্গিদের অতর্কিতে আক্রমণে শহিদ ১ বিএসএফ জওয়ান, জখম ৩
06 Jun 2023, 06:40 PM

মণিপুরে জঙ্গিদের অতর্কিতে আক্রমণে শহিদ ১ বিএসএফ জওয়ান, জখম ৩

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের আশ্বাসের পরও এখনও পর্যন্ত অশান্তি থামার কোনও লক্ষ্মণ নেই উত্তর-পূর্বের রাজ্য মণিপুরে। সোমবার রাতে ফের হিংসা ছড়াল রাজ্যে। এদিন  হিংসাবিধ্বস্ত মণিপুরে জঙ্গিদের একটি দল অতর্কিতে হামলা চালায় বর্ডার সিকিউরিটি ফোর্সের ওপর। এই হামলায় বাহিনীর এক জওয়ান শহিদ হয়েছেন। জখম হয়েছেন ৩ জন। তার মধ্যে বিএসএফের একজন ও অসম রাইফেলসের ২ জওয়ান রয়েছেন। মণিপুরের সেরুতে ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, গুলিবিদ্ধ জওয়ানদের চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ইম্ফলে নিয়ে যাওয়া হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত ১০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মণিপুর সফরের পরও সেখানকার পরিস্থিতি এতটুকু বদলায়নি। এখনও রাস্তায় টহল দিচ্ছে সেনা। বাড়িঘর এখনও জনমানবশূন্য। নতুন করে রাজ্যের এক কংগ্রেস বিধায়কের বাড়ি-সহ বহু বাড়িতে আগুন লাগানো হয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে জঙ্গি গোষ্ঠী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলি বিনিময়ের খবর আসছে। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে স্বয়ংক্রিয় অস্ত্র, মর্টার, গোলাবারুদ উদ্ধার করেছে নিরাপত্তাবাহিনী। কিন্তু হিংসা সংঘর্ষ বন্ধ করা যাচ্ছে না। আতঙ্কে সাধারণ জনজীবন গত কয়েকদিন ধরে কার্যত স্তব্ধ হয়ে রয়েছে।

Mailing List