ঢক ঢক করে জল ভেবে কীটনাশক খেয়ে অসুস্থ ২ বছরের শিশু

ঢক ঢক করে জল ভেবে কীটনাশক খেয়ে অসুস্থ ২ বছরের শিশু
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ জল ভেবে কীটনাশক খেয়ে গুরুতর অসুস্থ ২ বছরের শিশু। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জ থানার পানিশালা সংলগ্ন শিয়ালতোর গ্রামে। গুরুতর অসুস্থ শিশুকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক শিশু ওয়ার্ডে ভর্তির পরামর্শ দেন। সিসিইউ বিভাগে রাখা হয়েছে। মেডিকেল কলেজ সূত্রে খবর, গুরুতর অসুস্থ শিশুর নাম মিরাজ রেজা (২), বাড়ি শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের শিয়ালতোর গ্রামে।
আবার অন্যদিকে, জল ভেবে তারপিন তেল (Tarpin oil) খেয়ে নেওয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়ল আড়াই বছরের আরেক শিশু কন্যা। মেডিকেল কলেজ সূত্রে খবর, ওই শিশুর নাম জামিনা ইয়াসমিন (৩), বাড়ি কালিয়াগঞ্জ থানার রাধিকাপুর (Radhikapure) গ্রামে। ওই শিশুর মা রোজিনা বেগম বলেন, ‘জল ভেবে তারপিন তেল খেয়ে ফেলে মেয়ে। যার ফলে অসুস্থ হয়ে পড়েছে।’ এদিন সকাল ১০টা নাগাদ রায়গঞ্জ মেডিকেল কলেজে ও হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হয়। সে সিসিইউ বিভাগে চিকিৎসাধীন।


