'ভালো' কোলেস্টেরলও কিন্তু ভালো নয়, হতে পারে অকালমৃত্যু

'ভালো' কোলেস্টেরলও কিন্তু ভালো নয়, হতে পারে অকালমৃত্যু
23 Mar 2023, 07:30 PM

'ভালো' কোলেস্টেরলও কিন্তু ভালো নয়, হতে পারে অকালমৃত্যু

আনফোল্ড বাংলা প্রতিবেদন: আমরা যাকে 'গুড কোলেস্টেরল' হিসেবে জেনে এসেছি, সেই 'হাই-ডেনসিটি লাইপোপ্রোটিন'-এর বেশিমাত্রায় তারতম্যও কিন্তু অকালমৃত্যু ডেকে আনতে পারে।

স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় বলে 'হাই-ডেনসিটি লাইপোপ্রোটিন'কে গুড কোলেস্টেরল বলা হয়। এক গবেষণায় উল্লেখ করা হয়, এই গুড কোলেস্টেরলও সবসময় স্বাস্থ্যের পক্ষে ভালো না-ও হতে পারে। শরীরে অতিমাত্রায় গুড কোলেস্টেরল বেড়ে গেলে, বা স্বাভাবিকের তুলনায় অনেকখানি কমে গেলে, তা অকালমৃত্যুর কারণ হতে পারে।

আমেরিকার ওয়াশিংটন ইউনিভার্সিটির প্রোফেসর জিয়াদ-আল-আলি বলেন, আগে আমরা ভাবতাম গুড কোলেস্টেরলের মাত্রা শরীরের পক্ষে ভালো। কারণ, এই কোলেস্টেরল স্ট্রোক ও হার্ট অ্যাটাক ঠেকাতে সক্ষম। কিন্তু, এই গবেষণা বলছে অকালমৃত্যু ঠেকাতে গুড কোলেস্টেরলেও নিয়ন্ত্রণ রাখতে হবে।


Mailing List